অদ্ভুতুড়ে বেনাগ্রাম :  অচেনা অজানা গ্রামের কাহিনী

এ এক দারুন রহস্যময় গ্রাম৷ সব ঠিকঠাক চলছিল৷ হঠাৎ গ্রামে শুরু হলো অশরীরী উপদ্রব৷ গ্রামে হঠাৎ একের পর এক রাতে পড়তে শুরু করলো অজানা মেয়েদের লাশ৷ রাতবিরেতে ছাদে পড়ছে ঢিল, বিকট শব্দ৷ দড়জায় মাঝরাতে কড়া নাড়ার শব্দ৷ কপাট খুলে দেখে কেউ নেই৷


গ্রামের মানুষ ভাবলো ভুতের উপদ্রব৷ একের পর এক রাত আতঙ্কে কাটিয়ে অবশেষে গোটা গ্রামটিকে ছেড়ে গ্রামবাসীরা অন্যত্র পাড়ি দিল৷ গ্রামটি জনবসতি নিশ্চিন্হ হয়ে ভুতুড়ে গ্রামের বদনাম নিয়ে আজও দিন কাটাচ্ছে৷ এখন চারিদিকে জঙ্গল ও পোড়ো বাড়ি নিয়ে দিন কাটাচ্ছ এই গ্রাম৷ শুধুমাত্র কোজাগরী লক্ষীপুজোর দিন গ্রামবাসীরা এই গ্রামে এসে সন্ধেবেলা লক্ষীপুজো সেরে আবার গ্রামটি ছেড়ে চলে যান৷ এই লক্ষী গ্রামের একসময় কুলদেবী ছিলেন৷ এখন সারাবছর তার কাঠামো অবহেলায় পড়ে থাকে৷ গ্রামটির প্রান্তে একটি কালীমন্দির৷সেটিও নিঃসঙ্গ হয়ে পড়ে আছে৷ পাশের গ্র্রাম থেকে কেউ একজন এসে দিনে দিনে পুজো করে চলে যান৷মানুষ থাকেনা তাই একটাও কাক বা কুকুর বেড়াল ও নেই৷ চারিদিক খাঁখাঁঁ৷

সীতারামপুর রেলস্টেশন থেকে মাত্র কিছু দুরে বেনাগ্রাম৷ বিগত প্রায় ত্রিশ বছর ধরে এই গ্রাম ভুতেরগ্রামের তকমা নিয়ে নিঃসঙ্গ হয়ে দিন কাটাচ্ছে৷ ভুতের ভয়ে গ্রামবাসীরা অন্যত্র চলে গেছে৷ গ্রামটির গাঁ ঘেষে গেছে হাওড়া-দিল্লী কর্ড লাইন৷ একপাশে সীতারামপুর আর একপাশে কুলটি স্টেশন৷

আশেপাশের গ্রামের মানুষ অবশ্য ভুতের ব্যাপারটা স্বীকার করেন না৷ তারা বলেন এই গ্র্যান্ড কর্ড লাইন দিয়ে চলে অসংখ্য মালগাড়ী আর সেই মালগাড়ীর মাল বিশেষ করে কয়লা লুঠের ফায়দা তুলতেই কিছু অসামাজিক মানুষ বেনাগ্রামের মানুষদের প্রবলভাবে ভুতের ভয় দেখিয়ে গ্রামছাড়া করেছেন৷ যদিও এইমতে একটা প্রশ্ন থেকে যায় যদি অপরাধীরা এমন করে থাকে তবে স্থানীয় প্রশাসন তার বিহিত করে কেন গ্রামবাসীদের জীবন সুরক্ষিত করতে পারলো না৷ যদিও এর বেশী কিছু উত্তর মেলেনি৷


গ্রামটির ব্যাপারে যার কাছেই কিছু শুনতে চাওয়া হয়েছে প্রায় সবারই মুখ প্রথমে থমথমে তারপর আমতা আমতা করে একেকটা অবিশ্বাস্য যুক্তি দেখিয়ে গেছে৷ কিন্তু কেউই গ্রামটার ব্যাপারে বলতে উৎসাহী নয়৷ যেন তাদের মনেও একটা কোন গোপনীয়তা কাজ করে চলেছে৷ ভুত না মানুষ যার জন্যই গ্রামটি অদ্ভুতুরে হোকনা কেন৷ ভারী রহস্য যে বেনাগ্রামকে ঘিরে রয়েছে তা বোঝাই যায়৷ চারিদিক থমথমে একটা ভাব৷ রাজস্থানের কুলধারার মতোই এও যেন আরেক অভিশপ্ত গ্রাম৷ লোকালয়ের থেকে গ্রামটি যেন একটা আলাদা জগত৷ আকাশ বাতাস যেন একটা দীর্ঘ নিঃশ্বাসে ভারী৷ বেগুনকোদরের মতো এই গ্রামের আছে হারানোর কাহিনী৷ সবেরই পেছনে মানুষ ভুতই যে দায়ী৷ কল্পজগত আর বাস্তব দুই মিলে এখানে এক বিচিত্র পরিস্থিতির সৃষ্টি করেছে৷
আশা করি সবরকম ভয় দুরে সরিয়ে রেখে এই জায়গাগুলি আবার তার সুপরিচয় ফিরে পাবে৷

পরিশেষে বলি “বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদুর”৷ মানা না মানা যার যার ব্যাক্তিগত ব্যাপার৷ পোষ্টিকে ঘিরে অযথা বিতর্কের সৃষ্টি না হওয়াই বাঞ্ছনীয়৷