এই বারের ঘুরতে যাওয়া টা একটু অন্য রকম কারণ টা .......
ভাই ফোঁটায় বৌ গেছে বাপের বাড়ি যমের দুয়ারে কাঁটা দিতে ভায়া ভাই এর কপাল ,অগত্যা কি আর করা ! দুপুরের ভুরিভোজ সেরে উইক এন্ড ট্যুর এর স্মরণাপন্ন হলাম মনের খিদে মেটার আশায় . মাথায় একটা ব্যাড বুদ্ধি চাপলো দু দিনের জন্যে যদি কোনো যায়গার সন্ধান পাওয়া যায় তো . দেখলাম পুজোর পরে পকেট ও সময় এর সাথে পুরুলিয়া বা গড়পঞ্চকোট একদম খাপ খাচ্ছে , কিন্তু আজকের মধ্যেই ঘর বুক করবো কোথায় !!! ইচ্ছা অনিচ্ছার দোলনায় ঢু মারলাম wbfdc র ওয়েবসাইটে আমার জন্যে ই বোধহয় পিয়া শাল ঘর টা ফাঁকা পরে ছিল বার পাঁচ একের চেষ্টায় নেট ব্যাঙ্কিং এর মাধ্যম এ দু+দু চার হাজার তথ- সহ জি এস টি পেমেন্ট করে ভুল ভাঙলো যে সরকারি জায়গা পাওয়া র ঝক্কি অনেক |



এর পর আমার সারথী কে ফোন ," সকালে বেরুবো " সে আস্বস্থ করলো কালী ঠাকুর ভাসান দিয়ে ই সকাল এ ঠিক সময় ই এসে যাবে !! ব্যাস আমার মাথায় মা কালী ভর করলেন আমার সারথি যে টাইম মিস করবে না সে বিষয় এ 110% নিশ্চিত কিন্তু মা কালী ভাসান তাতে ব্যাঞ্জো থাকবে নাচ থাকবে মায়ের চরণামৃত থাকবে এতো সবের পর 5-6 ঘন্টা গাড়ি চালানোটা ওর পক্ষ্যে একটু বেশী ই চাপ হয়ে যাবে তার উপর চোখ বন্ধ অবস্থায় ও " সেফ ড্রাইভ সেভ লাইফ " দেখতে পাই , বোঝ ঠেলা !! অগত্যা জয় মা কালী বলে irctc তেই ভরসা করতে হলো, মা যার সাথে থাকে তার কি চিন্তা ,যাওয়া রূপসী বাংলা সাঁতরাগাছি_ আদ্রা 6-20 আর আসা দুদিন পর ব্ল্যাক ডায়মন্ড 16-58 কুমারডুবি _ হাওড়া , বৌ কাঁটা গাছে ফল- ফুল ধরিয়ে রাত 10 টায় ঘরে ঢুকলেন ওনাকে সব জানানো হলো ! পারলে দেড় মন শরীর টা নিয়ে আমার উপর ই ঝাঁপিয়ে পরে ,একে বাপের বাড়িতে সারাদিন কাটানোর আনন্দ সাথে কাল ভোর এই ঘুরতে যাওয়ার রেডি মেড ব্যবস্থা যেন ঠিক লস এ চলা কোম্পানির দেরিতে দেওয়া বোনাস l সবে স্যুটকেস নামাতে যাচ্ছে অমনি রে রে রে রে করে বলে উঠলাম "যদি তিন জনের তিনটে ব্যাক প্যাক এ গোছাতে পারো তো যাওয়া হবে নয় তো ............"ব্যস বাধ্য মেয়ের মতো এক কথাতেই রাজী !!!! বুঝলাম সত্যি সত্যি ই মা কালী সহায় হয়েছেন !


আদ্রা য় নেমে টোটো এবং অটো য় চেপে 12 টার মধ্যে রিসোর্ট এ পৌঁছে গেলাম. ঘর রেডি ই ছিলো .তাড়াতাড়ি স্নান সেরে ডাইনিং রুম এ গিয়ে দেখি সব টেবিল ই ভর্তি . বাইরে বেরিয়ে এসে লোকাল একটি ছেলে কে পেয়ে গেলাম কার্ত্তিক ,সে এখানকার ই ক্যাজুয়াল স্টাফ .সে ই গাড়ি ঠিক করে দিলো এবং গাড়ি মালিক এর সাথে আলোচনা করে আড়াই দিনের ট্যুর প্ল্যান টাও করে নিলাম .প্রথম দিন লাঞ্চ এর পর গড়পঞ্চকোট গড় এবং তার পর বড়ন্তি লেক এ সূর্যাস্ত ,দ্বিতীয় দিন সকালে টিফিন করে জয়চন্ডী পাহাড় অযোধ্যা পাহাড়, বামনী ফলস ,মার্বেল লেক, আপার ড্যাম- লোয়ার ড্যাম , তৃতীয় দিন সকালে টিফিন সেরে 11 টায় ঘর ছেড়ে দিয়ে পাঞ্চেত ড্যাম ও মাইথন ড্যাম এবং এই দুয়ের মাঝে স্নেক পার্ক দেখে কুমারডুবী স্টেশনে ড্রপ করে দেবে .দক্ষিনা মোট ₹-6000/=.,
যা দেখেছি তার কয়েকটা ছবি দিলাম যদি এগুলো দেখে আপনাদের ঘাড়েও দুদিনের জন্যে ঘোড়ার ভূত চাপে তবে নিজেকে ভাগ্যবান মনে হবে.
ও হ্যা বৌ কে কথা দিয়েছি এই রকম লাগেজ হলে "তোমায় মঙ্গল গ্রহেও ঘুরিয়ে আনবো" নাসা যদি স্পন্সর করে ইটা অশ্বত্থামা হত র মত...



Writer : Partha Protim Routh